নিজ দলের প্রতীকে নির্বাচন করতে অনিচ্ছুক রাজনৈতিক দলগুলোর কড়া সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার বিকেলে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।
নুরুল হক নুর তার পোস্টে বলেন, ‘৫৮টি নিবন্ধিত দলের মধ্যে কয়টি দল এ পর্যন্ত নিজ দলের মার্কায় নির্বাচন করেছে? নিবন্ধিত দল হয়েও যদি দলের নেতারা নিজ দলের মার্কায় নির্বাচন করার সৎসাহস দেখাতে না পারেন তাহলে সেই দল করারই বা কী দরকার?’
তিনি আরো বলেন, ‘শেষ পর্যন্ত ভোটের জন্য যদি অন্য দলের মার্কার ওপরই নির্ভর করতে হয় তাহলে আগে থেকে সেই দল করাই কি ভালো নয়?’
আইকে/ টিএ