খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় ফেনীতে উচ্ছ্বাস

ফেনীর কৃতী সন্তান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফেনী-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এজন্য দলের নীতিনির্ধারকদের ধন্যবাদ জানিয়েছেন তারা। এখন সবাই মিলেমিশে বেগম জিয়াকে উক্ত আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে পাঠাবেন বলে প্রতিশ্রুতি জ্ঞাপন করেন নেতারা।

দলীয় সূত্রে জানা যায়, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ (২৬৫) সংসদীয় আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়ার জন্মভূমি হিসেবে ফেনীকে বিএনপির ঘাঁটি হিসেবে ধরা হয়।

ইতোমধ্যে এ আসনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে খালেদা জিয়ার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণসহ প্রচার-প্রচার চালিয়েছেন। দলীয়নেতাকর্মীদের মুখে এখনো ‘ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা’ এ স্লোগানই বেশি শোনা যায়। বেগম খালেদা জিয়া এই আসনে পরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।

এ ছাড়া বিগত ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এর আগে ১৯৭৩ সালে আওয়ামী লীগের এবিএম মূসা এ আসনে জয়লাভ করলেও এরপর আওয়ামী লীগ আর এই আসনে জিততে পারেনি। সর্বশেষ ২০২৪ সালের বিরোধী দলবিহীন নির্বাচনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ গণমাধ্যমকে জানান, বেগম জিয়াকে এ আসনে মনোনীত করায় আমি বিএনপি হাইকমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ প্রতিবারের মতো এবারও আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে বেগম জিয়াকে বিপুল ভোটে উক্ত আসন থেকে নির্বাচিত করে সংসদে পাঠাবো। আশা করছি ফেনীর উন্নয়নে সর্বস্তরের জনগণ এক কাতারে শামিল হয়ে ধানের শীষ প্রতীকে বেগম জিয়াকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে বিভাজন থাকলেও খালেদা জিয়া প্রার্থী হওয়ায় সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে সব নেতাকর্মী কাজ করবে ইনশাল্লাহ।

ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপও একই সুরে বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও ফেনীর উন্নয়নে তাঁরা আবারও খালেদা জিয়াকে ফেনী-১ আসনে বিজয়ী করবেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া এ দেশের সবচেয়ে নির্যাতিত মজলুম দেশনেত্রী। তাকে ফেনী-১ আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী ঘোষণা করায় জেলা বিএনপির পক্ষ থেকে দলের হাই কমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত। আমরা আশা করছি ফেনী জেলার সার্বিক উন্নয়নে ফেনী-১ আসনের জনগণ আমাদের প্রিয় নেত্রীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ফ্লোরাল শাড়িতে সৌন্দর্য আর অনাবিল আভায় সাফা কবির! Nov 04, 2025
img
দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করার আহ্বান আমিনুল হকের Nov 04, 2025
img
মনোনয়ন না পাওয়া নিয়ে রুমিন ফারহানার বার্তা Nov 04, 2025
img
৪ দিন নয়, ২ দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Nov 04, 2025
img
বাবার আসনে বিএনপির মনোনয়ন পেলেন দুই কন্যা Nov 04, 2025
img
পটুয়াখালী-১ ও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা Nov 04, 2025
img
ফরিদপুর-৪ আসনে বিএনপির ভরসা শহিদুল ইসলাম Nov 04, 2025
img
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় দেখবে জাতি: উপদেষ্টা মাহফুজ Nov 04, 2025
img
তুরস্কের চামলিজা মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারেন ৬৩ হাজার মুসল্লি Nov 04, 2025
img
নির্বাচনে সমভোট পেলে অনুষ্ঠিত হবে পুনঃভোট Nov 04, 2025
img
মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু! Nov 04, 2025
img

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা Nov 04, 2025
কুরআনের ব্যতিক্রমী একটি আয়াত | ইসলামিক জ্ঞান Nov 04, 2025
img
রোহিঙ্গা ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে তুরস্ক Nov 04, 2025
ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতা নিয়ে বিসিবিতে রুবাবা Nov 04, 2025
ঢাকা-১৯ আসনে এনসিপির হয়ে লড়তে চান জাহাঙ্গীরনগরের মেহেরাব Nov 04, 2025
img
খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়: মালাইকা আরোরা Nov 04, 2025
img
নভেম্বরে নয়, জাতীয় নির্বাচনের দিনে গণভোট! Nov 04, 2025
img
আবু সাঈদ হত্যা : ফের পেছাল সাক্ষ্যগ্রহণ Nov 04, 2025
img
আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না, ফেসবুকে কেন বললেন নিগার? Nov 04, 2025