ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে মৌলভীবাজারের চারটি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
             
        
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।
মৌলভীবাজার চারটি আসনে প্রার্থী হলেন যারা : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু। মৌলভীবাজার-২ (কুলাউড়া) উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর উপজেলা) সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।
টিজে/টিকে