বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার দুটি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
             
        
এ সময় জানানো হয়, মাদারীপুর-১ (শিবচর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তৃণমূলের জনপ্রিয় বিএনপি নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কর্মী এবং দলীয় সব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণকারী কামাল জামান মোল্লা।
 
প্রার্থী ঘোষণার পর থেকেই উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ১৭ বছর পর আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হওয়ায় স্থানীয় অঙ্গনে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রার্থী ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতারা বলেন, আমরা সকল বিভাজন ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের নির্দেশনায় প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করব।
শিবচর উপজেলা বিএনপির মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়ে কামাল জামান মোল্লার পক্ষে মাঠে কাজ করার কথা জানিয়েছেন।
টিজে/টিকে