বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করতে চায় একটি দল। যারা বাংলাদেশকে চায়নি, তারা কীভাবে দেশের শাসনভার চায়। 
             
        
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর পল্টনে সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, একটা শ্রেণী আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। তারা ভেবেছে লীগের ভোট তারাই পাবে, এটা ভুল। দেশের মানুষ দেশপ্রেমিক ব্যক্তিকেই ভোট দেবে।
তিনি আরও বলেন, দেশের জনগণ যাদের প্রয়োজন মনে করে না, তারা এতো লম্বা লম্বা কথা বলে কেনো বুঝি না। ১৯৭১ সালে দেশের বিরোধীতা করেছে। এ ছাড়াও অনান্য সময়েও তারা বিরোধীতা করেছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস।
দেশের বর্তমান প্রসঙ্গ তুলে ধরে মির্জা আব্বাস বলেন, দেশে এমন একটা অবস্থা চলছে, দেশটা কার কে চালায়, মনে হয় দেশের কোন মালিক নাই। সবাই শুধু সংস্কার নিয়ে ব্যস্ত। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাস্তা ফুটপাত ভরে গেছে, দোকান বসিয়ে মানুষের অসুবিধা করছে। এদের কাজ নেই তাই যে যেভাবে পারছে করে।
তিনি আরও বলেন, সরকারের এদের নিয়ে কোনো মাথাব্যথা নাই। একটি শ্রেণী দেশটাকে লুটেপুটে খেতে চাচ্ছে। আজকের সরকারের কার্যক্রমে স্পষ্ট বুঝা যায়, তাদের নিজস্ব কোনো শক্তি নেই। একটা পুরোনো দলেও ওপর ভর করে টিকে থাকতে চায়। ওরা যা বলবে সরকারকে তাই করতে হবে। এরা কারা, কোত্থেকে এলো! একটা নির্বাচন দিলে বুঝা যেতো। এই দলকে জেতানোর জন্য সরকার কোনো একটা চক্রান্ত করবে।
কেএন/টিকে