দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘৭৫-এর আগে বাংলাদেশ রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক রাষ্ট্রশাসিত সময়ে সৌদি আরবসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে।’
 
             
        
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে হিলি বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদরাসার শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
 
ডা. জাহিদ হোসেন বলেন, ‘সংবিধানের যে লাইনগুলো বাদ দেওয়া হয়েছে, যেমন আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা, বিগত ১৫ বছর যারা এই দেশ শাসন করেছে, তারা এই কথাগুলো তুলে দিয়েছে। সংবিধানে ইসলাম ধর্মের এই গুরুত্বপূর্ণ কথাগুলো সংযুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান ইসলামী মনোবল ও দৃঢ় ঈমানি শক্তি নিয়ে ঐতিহাসিক আরাফাতের ময়দানে নিমগাছের চারা রোপণ করেছেন। যা এখন জিয়া নীম নামে পরিচিত। যেখানে হাজারও মুসল্লি বিশ্রাম নেন।
শহীদ জিয়াউর রহমান এমন ভাগ্যবান ব্যক্তি, পবিত্র বায়তুল্লাহ শরিফ বছরে একবার পরিষ্কার হলেও সবচেয়ে বেশি পরিষ্কারের দ্বায়িত্ব পেয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
আলেম-ওলামাদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, ‘গতকাল সোমবার দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমাকে দিনাজপুর-৬ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে। আর আজ মঙ্গলবার আপনাদের মতো সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদরাসার শিক্ষকদের সঙ্গে প্রথম মিটিং বা সাক্ষাৎ করতে পারলাম, সত্যিই এটি আল্লাহর অশেষ রহমত।’ আমরা জানি, ‘আপনারা সমাজের সম্মানিত ও মুরব্বি।
মানুষ সমস্যা সমাধানের জন্য আপনাদের কাছে যায়। যেহেতু আমরা ৭৯ সালের পরে প্রায় ৪৬ বছর পরে ধানের শীষের প্রতীক নিয়ে এসেছি। তাই আমাদের দলীয় সেবা ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই।’
এ সময় উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক আকরাম আলী, সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইকে/টিএ