কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তেঁতুলিয়ার তেঁতুলতলায় ইউনিয়ন কমিটি ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘আমরা শাপলা মার্কা চেয়েছিলাম। শাপলা না দিয়ে দিয়েছে শাপলার কলি। আমরা বলি স্বেচ্ছাচারিতা করছেন, করেন সমস্যা নেই। কিন্তু শাপলা কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না। আগামী নির্বাচনে শাপলার কলির জয় জয়কার হবে।’
সারজিস বলেন, ‘আমরা মনে করি আগামী নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যে আমরা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করা শুরু করেছি। কারো সঙ্গে জোট হবে কি হবে না সেটা পরের বিষয় আমরা বাংলাদেশে পরনির্ভরশীলতা রাজনীতি করতে আসি নি। আমরা আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে চাই। এর পরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি ইলেক্টরাল অ্যালায়েন্স হয় হবে না হলে এককভাবে আগামী নির্বাচনে ৩০০ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো।’
তিনি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক দল আছে যারা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু প্রথমবার তারা একটি সিটও পায় নি। আমরা সিটের রাজনীতির খেলায় যেতে চাই না। আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই। আমরা জনগণের জন্য সংসদে যেতে চাই। সাংগঠনিক ভিত্তি মজবুত করে আমরা আগামী নির্বাচনে অংশ নেবো।’
এনসিপির এ নেতা বলেন, ‘৪ নভেম্বর থেকে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নিবন্ধনকৃত নতুন একটি রাজনৈতিক দল। আজ থেকে আমাদের আর কেউ বলতে পারবে না তোমাদের নিবন্ধন নেই। এটি আপনাদের সেই সন্তানদের দল যারা এমন একজনের পতন ঘটিয়ে এমন একজনকে ভারত পালাতে বাধ্য করেছে সকল রাজনৈতিক দল মিলে যার পতন ঘটাতে পারেনি। একটু আস্থা রাখেন। ইন শা আল্লাহ আস্থার প্রতিদান আমরা দেবো।’
সারজিস বলেন, ‘আমরা যেই দলের হই না কেন গণভোটের দিন আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেই। যে নেতা বলবে না ভোট দিতে মনে রাখবেন তিনি শুধু তার চিন্তা করছেন, জনগণের চিন্তা করেন না। শেখ হাসিনার ভূমি মন্ত্রীর কানাডায় ৩৬০টি বাড়ি আছে। মানুষের হাড় আছে ২০৬টি। প্রতিটি হাড় যদি একটি বাড়িতে একটি কবর হিসেবে রাখা হয় তারপরও শতাধিক পড়ে থাকবে। এইভাবে লুটপাট করেছে জনগণের টাকা।’
সারজিস বলেন, ‘শেখ হাসিনা যাকে তার সমস্যা মনে করেছে তাকে উঠিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। একজন অফিসারই ১ হাজার ২০ জনকে গুলি করে হত্যা করেছে। এ রকম পেশাদার খুনি ছিল শেখ হাসিনার। যারা ১৬ বছরে অসংখ্য মানুষকে গুম খুন করেছে। এনসিপির নেতাকর্মীদের কাজে যারা বাধা দেবে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। ক্ষমতার অপব্যবহারকারীর জায়গা পঞ্চগড়ে হবে না।’ এ সময় এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএ/এসএন