এনসিপি অচিরেই তাদের ভুল বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন দলটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
মুনতাসির তার পোস্টে বলেন, ‘আমি মোটেই শোকাহত নই, অনুতপ্ত নই। আমি সত্য ও ন্যায়ের জন্য লড়েছি, লড়ব। এনসিপি অচিরেই তাদের ভুল বুঝতে পারবে।’ এর আগে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। মুক্ত হলাম। যারা স্পষ্টত অন্যায়, দুর্নীতি এবং শাহবাগী বয়ানের পক্ষে দলীয় অবস্থান নিয়েছে, তাদের সাথে না থাকাই শ্রেয়।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজ বুধবার মুনতাসির মাহমুদকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
এসএস/টিএ