চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপি থেকে ২৮ জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নাচোল উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই নেতাকর্মীরা হলেন- মতিউর রহমান, হযরত আলী, আবু বক্কর, জারজিস আলী, আমিরুল, মশিউর রহমান, রবিউল ইসলাম, আলী হাসান, আশরাফুল, আব্দুল সাত্তার, লিটন, কাজল আলী, শামীম আলী, মেহেদী হাসান, কামাল উদ্দিন, মতিউর রহমান-২, মো. মামুন, মো. মনির,. মো. জারজিস, মো বকুল, মোতাহার, একরামুল, মো. মজলু, মো. একরামুল-২, মো. মুকুল, মো. জিল্লু, সেলিম ও মো. ইউনুস। এরা সবাই নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬নং আহুড়া গ্রামের বাসিন্দা এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
জানা যায়, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আহুড়া গ্রামের বিএনপি নেতা মো. মতিউর রহমান তার সহযোগীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মতিউর রহমান আগামী সংসদ নির্বাচনের জন্য গঠিত ওয়ার্ড বিএনপির কমিটির সহ-সভাপতির দায়িত্বে আছেন।
ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইরুল ইসলাম জানান, মতিউর রহমানের নেতৃত্বে কয়েকজন জামায়াতে যোগ দিয়েছেন বলে শুনেছি।
মতিউর রহমান ও তার সাথে যোগ দেওয়া ব্যাক্তিদের বিএনপিতে কোনো পদপদবী ছিল না। তারা আমাদের মিটিং ও মিছিলে আসতো। বিএনপির ভোটার বলতে পারেন। গতকালও সে (মতিউর) আমাদের সাথে মিটিং করেছিল, কিন্তু আজ হঠাৎ শুনছি সে নাকি জামায়াতে যোগ দিয়েছে। এছাড়া মতিউর রহমানের পরিবার জামায়াত করে। সে আমাকে জানিয়েছিল তার পরিবার তাকে জামায়াতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে।
ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমির আহসান হাবীব বলেন, জামায়াতে ইসলামী দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী সকল মানুষের জন্য উন্মুক্ত একটি রাজনৈতিক সংগঠন। নতুন সদস্যদের অংশগ্রহণে ফতেপুরে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও শক্তিশালী হবে।
নাচোল উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী বলেন, ২৮ জন আমাদের মতাদর্শকে ভালোবেসে যোগদান করেছে। তারা চায় এদেশ ইসলামের বাংলাদেশ হোক এবং শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক। তাই তারা আমাদের সব কিছু দেখে ও জেনে বুঝে আমাদের দলে যোগ দিয়েছেন।
এ সময় নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আহসান হাবীব, নায়েবে আমির আলহাজ্ব মনিরুল ইসলাম, সেক্রেটারি মো. মাহমুদুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শাকিল আহমেদ, ৬নং ওয়ার্ডের সভাপতি আলহাজ মহিবুর রহমান, সেক্রেটারি ওয়ালিউল্লাহ রাসেলসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এমআর