আজারবাইজানি ক্লাব কারাবাগ। চেলসি কোচ এনজো মারেস্কা তাই একাদশটা সাজিয়েছিলেন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে। অধিনায়ক এনজো ফার্নান্দেজ, মইসেস কাইসেডো ও মালো গুস্তোদের বেঞ্চে রাখলেও পরে নামাতে বাধ্য হয়েছেন, বাধ্য হয়েছেন হারের শঙ্কা থেকে।
বাকুয় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে এগিয়ে গিয়েও প্রথমার্ধে পিছিয়ে ছিল চেলসি। শেষ পর্যন্ত না হারলেও এক পয়েন্ট খুইয়েছে তারা, ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ব্রাজিলিয়ান ফুটবলার এস্তেভাওয়ের পর চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো।
চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে চার ম্যাচে এটা চেলসির দ্বিতীয় ড্র। একটি ড্রয়ের পাশাপাশি অন্য ম্যাচটিতে হেরেছে তারা। ৭ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের স্থান ১১ নম্বরে। কারাবাগ সমানসংখ্যক পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বায়ার্ন মিউনিখ।
চেলসিকে ব্রাজিলিয়ান ফুটবলার এস্তেভাও এগিয়ে দেওয়ার পর পিছিয়ে পড়ে পরের ২৩ মিনিটের মধ্যে। লেয়ান্দ্রো আনদ্রাদের কল্যাণে ২৯ মিনিটে সমতায় ফিরে তারা। ৩৯ মিনিটে পায় পেনাল্টি। সেখান থেকে গোল করেন মার্কো জানকোভিচ। ২-১ গোলের স্কোরলাইনেই হয় বিরতি।
বিরতি থেকেই ফিরেই একসঙ্গে তিনটি বদলি নামান মারেস্কা। মাঠে আসেন এনজো, গারনাচো ও লিয়াম ডেলাপ। এদের একজন; গারনাচোই সমতায় ফেরান চেলসিকে। চেলসি আরেকটি বদলি করে ম্যাচের ৭১ মিনিটে। কিন্তু জয়ের দেখা মেলেনি।
আরেক ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে সাইপ্রাসের পাফোস।
এমআর