একটি মহল গণভোট ও পিআর (সংখ্যানুপাতিক পদ্ধতি) ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে ‘তারেক রহমান : পলিটিকস অ্যান্ড পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
এ সময় নির্বাচন বাধাগ্রস্ত করতে পলাতক স্বৈরাচার সুযোগের অপেক্ষায় আছে মন্তব্য করে সরকারকে সতর্ক করেন ড. মোশাররফ। সেই সঙ্গে তিনি বলেন, ‘ঘোষিত সময়ের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন।’
বিএনপির এই নেতা বলেন, ‘নন-ইস্যু সামনে এনে দেশের ভেতর থেকে একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার অপচেষ্টা করছে। নির্বাচনী সময় নির্ধারণের পর পিআর ইস্যু সামনে এনে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের বাইরে থেকে পলাতক ফ্যাসিস্টরাও নির্বাচন যেন না হয়, সেই চেষ্টা করবে। তাই অন্তর্বর্তী সরকারকে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
পিআর পদ্ধতির সমস্যা তুলে ধরে ড. মোশাররফ বলেন, ‘প্রথমত, পিআর হলে সরকার গঠনে জটিলতা সৃষ্টি হবে। দ্বিতীয়ত, জনগণের প্রকৃত গণতান্ত্রিক চয়েস বা পছন্দ সেখানে প্রতিফলিত হবে না। জনগণের ভোটে কে এমপি হবেন, সেটি নির্ধারণ হবে না।’
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার নয়, ক্ষমতায়ন যেন দেশের মানুষের হয় সেই বিষয়ে কাজ করছে বিএনপি।
দেশকে পুনর্গঠনের পরিকল্পনা শুধু বক্তৃতায় নয়, তা বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি।’
টিজে/টিএ