‘যেকোন পুরস্কার অনেক আনন্দের’

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুনা খান। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন এ অভিনেত্রী। অভিনয়ের স্বীকৃতি হিসেবে আর এক দিন পরেই তিনি হাতে পাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এই প্রসঙ্গে রুনার ভাষ্য, একজন শিল্পী হিসেবে যেকোন পুরস্কার আমার জন্য অনেক আনন্দের। একজন শিল্পী যখন তার ভালো কাজের স্বীকৃতি পায় তখন কাজের গতিটা দ্বিগুণ বেড়ে যায়।

রুনা খান ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হালদা’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন। এটির নির্মাতা তৌকীর আহমেদ। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত রুনা।

বাংলাদেশ টাইমস প্রতিনিধির সাথে আলাপকালে তিনি জানালেন, আমার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছি ভাবতেই অন্য রকম আনন্দ লাগছে।

রুনা খানকে সর্বশেষ দেখা গেছে ‘সাপলুডু’ চলচ্চিত্রে। এতে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেন। তবুও তার স্বল্প সময়ের উপস্থিতি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। 

রুনা

রুনা বলেন, আমি এ ছবিতে কাজ করার আগে সময় নিয়ে ভাবিনি। কারণ ছবিটির নির্মাতা দোদুলের সঙ্গে আমার আগে কাজ করার অভিজ্ঞতা ছিল। সেখান থেকে বিশ্বাস ছিল, যাই হবে বেশ ভালো হবে। তবে এতটা ভালো হবে, তা ভাবিনি।

নতুন চলচ্চিত্র বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে হাতে কোন ছবি নেই। তবে বেশ কিছু নাটকে কাজ করছি। এরইমধ্যে আসছে বিজয় দিবসের জন্য দুটি নাটকের শুটিং শেষ করেছি। নাটক দুটি হলো অরুণ চৌধুরীর ‘স্বপ্নের বাড়ি’ ও দীপু হাজরার ‘সেই আমি’।

এই মুহূর্তে রুনা ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘শিউলিমালা’ ও ‘বিষয়টি পারিবারিক’সহ বেশ কিছু ধারাবাহিক নাটক নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ