ইকুয়েডরের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ১৬ বছর বয়সে গুলিতে প্রাণ হারিয়েছেন দেশটির তরুণ ফুটবলার মিগুয়েল নাজারেনো। ইকুয়েডরের ফুটবলে প্রতিভা তৈরির অন্যতম কারখানা হিসেবে পরিচিত ইনডিপেনডিয়েন্তে দেল ভাল্লের অনূর্ধ্ব-১৮ দলের ফুটবলার ছিলেন নাজারেনো।
গত মঙ্গলবার ( ৪ নভেম্বর) রাতে গুয়ায়াকিল শহরে নিজ বাড়িতে ছিলেন নাজারেনো। হঠাৎই বাইরে থেকে ছোড়া গুলি এসে তার গায়ে লাগে। ঘটনাস্থলেই মারা যান এই প্রতিভাবান কিশোর। নাজারেনোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে দেল ভাল্লে, 'মিগেল দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের চলমান নিরাপত্তাহীনতার শিকার হয়েছেন। আমরা তার পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাই।'
মিডফিল্ডার ও ফরোয়ার্ড হিসেবে খেলা নাজারেনো ছিলেন দলের সম্ভাবনাময় খেলোয়াড়। তার অকাল মৃত্যুতে ক্লাবজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নাজারেনোর একাডেমি দেল ভাল্লে থেকে উঠে এসেছিলেন ইউরোপে খেলা তারকা মইসেস কাইসেদো (চেলসি) ও পিয়েরো ইঙ্কাপিয়ে (বায়ার লেভারকুসেন)।
এ নিয়ে চলতি বছর ইকুয়েডরে গুলিতে নিহত ফুটবলারের সংখ্যা দাঁড়াল চারজনে। এর আগে সেপ্টেম্বরে দ্বিতীয় সারির দুই ক্লাব এক্সাপ্রোমো কস্তা ও ২২ দে জুনিও এর তিন ফুটবলার মাইকোল ভ্যালেন্সিয়া, লিয়ান্দ্রো ইয়েপেজ ও জনাথন গনসালেজ গুলিতে নিহত হয়েছিলেন।
গত কয়েক বছর ধরে ইকুয়েডরে মাদক চক্রের সহিংসতা ও অপরাধ বেড়ে যাওয়ায় দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এরই শিকার হলেন দেশটির আরেক উদীয়মান ফুটবল প্রতিভা।
টিএম/টিএ