ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে নিজের যাত্রা শুরু করেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। প্রথম প্রজেক্টেই তার ভিন্নধর্মী পরিচালনার কারণে বেশ প্রশংসা কুড়িয়েছেন। এবার তার দ্বিতীয় প্রোজেক্টটি নিয়ে আসছেন বড় পর্দায়, যা হতে চলেছে তার সিনে ডেবিউ।
জানা গেছে, আরিয়ান এরই মধ্যে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজ শুরু করেছেন। ২০২৬ সালে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে না, অন্তত মুখ্য চরিত্রে তো নয়ই। যদিও আরিয়ানের প্রথম সিরিজে শাহরুখের একটি স্বল্প উপস্থিতি (ক্যামিও) ছিল।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থাগুলো বলছে, আরিয়ান খান নাকি এখনও শাহরুখকে বড়পর্দায় পরিচালনা করার জন্য প্রস্তুত নন। তিনি চান, বাবা শাহরুখ খানকে পরিচালনার আগে পরিচালক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করতে এবং তার হাতে একটি বড়পর্দার সাফল্য তুলে দিতে।
ছেলে হিসেবে শাহরুখকে পরিচালনা করা তার কাছে শুধু একটি কাজ নয়, বরং এটি একটি চূড়ান্ত সম্মান, যা তিনি নিজের মেধা ও কাজের মাধ্যমে অর্জন করতে চান।
তবে তাদের পরিকল্পনা অনুযায়ী শোনা যাচ্ছে, আরিয়ানের তৃতীয় ছবি অর্থাৎ ২০২৭ সালের প্রজেক্টেই প্রধান চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। বাবা ও ছেলে ইতোমধ্যে সেই ছবির মূল গল্প নিয়ে আলোচনা করেছেন এবং প্রাথমিক আইডিয়া শেয়ার করেছেন। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। তবে সেই ছবিতে শাহরুখকে নায়ক নাকি ধূসর চরিত্রে দেখা যাবে, তা এখনও জানা যায়নি।
টিজে/টিএ