বিপিএলের এবারের আসরে অংশ নেবে পাঁচ দল। দলগুলোর নাম জানিয়েছে বিসিবি। তারা হলো ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স।
দল চূড়ান্ত হওয়ার পাশাপাশি দলে খেলোয়াড় টানার প্রক্রিয়া শুরু করেছে দলগুলো। ড্রাফটের আগেই প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন তাসকিন আহমেদ।
জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করা এই পেসারকে দলে ভেড়াতে সরাসরি চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। এর আগে বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও এবারই প্রথম ক্যাপিটালসের হয়ে মাঠে দেখা যাবে তাসকিনকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচ খেলে ২২.২১ গড় ও ৭.৭১ ইকোনমিতে ১০৬ উইকেট শিকার করেছেন এই তারকা।
বিপিএলের সর্বশেষ আসরে প্রথমবার অংশ নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। এই দলের বিপক্ষেই দুর্বার রাজশাহীর হয়ে ৭ উইকেট শিকার করেছিলেন তাসকিন। এবার ঢাকার জার্সিতে দেখা যাবে এই তারকাকে।
আরপি/টিএ