টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী সমাজে নারীদের অবস্থান ও পেশাগত জীবনের ওপর এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বরাবরই স্পষ্টবাদী ও দৃঢ় ব্যক্তিত্বের জন্য পরিচিত মিমি সমাজের সেই দিকটি তুলে ধরলেন, যেখানে একজন নারী নিজস্ব মত প্রকাশ করলেই ‘অপ্রিয়’ বা ‘অপছন্দের’ হিসেবে চিহ্নিত হন।
মিমি বলেন, “মেয়েদের নিজস্ব মতামত থাকলেই অনেকের অপছন্দের পাত্রী হতে হয়।” তিনি আরও বলেন, “আমি শুধু তাঁদের সঙ্গেই কাজ করি, যাঁরা আমার কাজ এবং শৃঙ্খলার মূল্য বোঝেন।” এই মন্তব্যে স্পষ্ট হয়ে যায় যে, মিমি পেশাগত জীবনে আত্মসম্মান এবং শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেন।
তিনি প্রমাণ করেছেন যে, সমাজের চাপ বা ব্যক্তিগত অপছন্দের চেয়ে বড় হলো কাজের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাদারিত্ব। মিমির এই দৃঢ় অবস্থান এবং সাহসী মনোভাব অনেক নারীকে অনুপ্রেরণা দিচ্ছে।
এসএস/টিএ