বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কলে বিএনপির সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতের এই নেতা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এই ফোন কল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। মূলত জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপির মহাসচিবেকে ফোন দেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম দলীয় ফোরামে আলোচনা করে আলোচনার সময় জানাবেন বলে নায়েবে আমীরকে অবহিত করেছেন।
এসএস/টিএ