টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী আবারও নিজের দৃষ্টিভঙ্গি ও দৃঢ় মানসিকতার জন্য প্রশংসিত হচ্ছেন। জীবন নিয়ে তাঁর এক গভীর বক্তব্য আলোচনায় এসেছে। তিনি জানিয়েছেন, জীবনের ব্যর্থতা বা ধাক্কা তাঁর কাছে ভয়ের নয়, বরং শেখার একটি সুযোগ।
শুভশ্রী বলেন, “ধাক্কা খেতে আমার অসুবিধা নেই। কারণ এটা একটা অভিজ্ঞতা।” তাঁর ভাষায়, “ধাক্কা খেলে যে অভিজ্ঞতাটা হয়, সেটা অন্য কোথাও থেকে হয় না।” এই বক্তব্যে স্পষ্ট যে, জীবনের প্রতিটি বাধাকে তিনি নতুন করে নিজেকে গড়ে তোলার সুযোগ হিসেবে দেখেন।
অভিনেত্রী মনে করেন, হোঁচট খাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এগিয়ে যাওয়ার প্রেরণা। ব্যর্থতা তাঁকে ভীত করে না, বরং আরও শক্ত করে তোলে। জীবনের প্রতিটি অভিজ্ঞতাই তাঁকে নতুনভাবে বাঁচতে শেখায়।
শুভশ্রীর এই মানসিকতা আজকের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণাযেখানে ব্যর্থতা নয়, অভিজ্ঞতাই সাফল্যের ভিত্তি।
এসএস/টিএ