প্রথম ওয়ানডেতে শেষ ওভারে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছিল পাকিস্তান। ফয়সালাবাদে দুই দিন পর মুদ্রার উল্টো পিঠ দেখল তারা। প্রায় দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরে শুরুর ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন কুইন্টন ডি কক। আজ দ্বিতীয় ম্যাচে নান্দ্রে বার্গারের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের ২৬৯ রানে থামিয়ে তার সেঞ্চুরিতে ৫৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে প্রোটিয়ারা ১-১ এ সমতা ফেরাল।
নান্দ্রে বার্গারের বোলিংয়ে ২২ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। তারপর সাইম আইয়ুব ও সালমান আগার দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। সাইম ৬৬ বলে করেন ৫৩ রান। ইনিংস সেরা ৬৯ রান আসে সালমানের ব্যাটে। ১০৬ বলের ইনিংসে ছিল ৫ চার।
এরপর মোহাম্মদ নওয়াজও করেন হাফ সেঞ্চুরি। সালমানের সঙ্গে তার জুটি ছিল ৫৯ রানের। ৫৯ বলে ৫৯ রান করেন নওয়াজ। ১৯ বলে দুটি করে চার ও ছয়ে ২৮ রান করে ক্যামিও ইনিংস খেলেন ফাহিম আশরাফ। বার্গার ১০ ওভারে ৪৬ রান খরচায় চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। কাবায়োমজি পিটার নেন তিন উইকেট।
২৭০ রানের টার্গেট পেয়ে সহজে এই পথ পাড়ি দিয়েছে দক্ষিণ আফ্রিকা। লুয়ান দ্রে প্রিটোরিয়াসের সঙ্গে ডি ককের ৮১ রানের ওপেনিং জুটি শক্ত ভিত গড়ে দেয়। চার রানের আক্ষেপ নিয়ে আউট হন লুয়ান (৪৬)।
তারপর টনি ডি জর্জিকে নিয়ে চমৎকার জুটিতে সহজ জয়ের পথে এগোতে থাকেন ডি কক। ১৫৩ রান যোগ করে এই জুটি ভেঙে যায়। ৬৩ বলে ৯ চার ও ৩ ছয়ে ৭৬ রানে থামেন ডি জর্জি।
৯৬ বলে ৭ চার ও ৬ ছয়ে ২২তম সেঞ্চুরি করেন ডি কক। ১২৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ১১৯ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৭ ছয়। ম্যাথু ব্রিজকে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন এই ব্যাটার। ৪০.১ ওভারে ২ উইকেটে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা।
এসএস/টিএ