বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, জুলাই কেবল একটি আন্দোলন নয়, এটি একটি জাগরণ। ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের কর্তব্য। প্রয়োজনে জীবন দিয়েও আদর্শিক অবস্থান ধরে রাখতে হবে। তখনই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি শাখা শিবিরের সভাপতি মো. আবুল হাসান। প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. আলী আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ও সংগঠনের নেতাকর্মীরা।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, দেশের কৃষি খাতের উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি। কিন্তু বর্তমান শিক্ষাব্যবস্থা এখনো ব্রিটিশ ও ভারতীয় কমিশনের পুরোনো কাঠামোর ওপর চলছে। ফলে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। শিক্ষা সংস্কার এখন সময়ের দাবি।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ভালো মানুষ হওয়ার সুযোগ যেমন আছে, তেমনি খারাপ দিক থেকেও সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত- ‘আমি কোথা থেকে এসেছি’ নয়, বরং ‘আমার গন্তব্য কোথায়’। সেই লক্ষ্য অর্জনে প্রয়োজন পরিশ্রম ও ত্যাগ।
তিনি আরও বলেন, জুলাই কেবল একটি আন্দোলন নয়, এটি একটি জাগরণ। ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের কর্তব্য। প্রয়োজনে জীবন দিয়েও আদর্শিক অবস্থান ধরে রাখতে হবে। তখনই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।
সমাপনী বক্তব্যে শেকৃবি শাখা শিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, ছাত্রশিবির দেশের অন্যতম ঐক্যবদ্ধ সংগঠন। শিক্ষার্থীদের অধিকার আদায়, অন্যায়-দুর্নীতি দূরীকরণ এবং ন্যায্য দাবি বাস্তবায়নে ছাত্রশিবির সর্বদা পাশে থাকবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে কুরআন, স্টিকার, অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
কেএন/এসএন