মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ অভিজ্ঞ কয়েকজন

তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে রাখার পরিকল্পনা আগেই জানা গিয়েছিল। তিনিসহ বেশ কয়েকজন পরিচিত মুখ ডাক পাননি নভেম্বর উইন্ডোর জন্য লিওনেল স্কালোনির ঘোষিত দলে। যেখানে দলের প্রাণভোমরা লিওনেল মেসি আছেন। এ ছাড়া প্রথমবারের মতো ডাকা হয়েছে তিন জনকে।

আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে আর কোনো ম্যাচ না থাকায় স্কালোনির দল স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে। আসন্ন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের ডাকা হয়নি। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই প্রীতি ম্যাচের জন্য এসব ক্লাব যেন ক্ষতির মুখে না পড়ে সেটাই চিন্তা ফেডারেশন এএফএ’র সভাপতি ক্লদিও তাপিয়ার।



স্থানীয় ফুটবলারকে এবারের প্রীতি ম্যাচের জন্য না ডাকার সিদ্ধান্তে সম্মতি ছিল কোচ স্কালোনিরও। ফলে গত উইন্ডোতে খেলা স্কোয়াডের লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কাস আকুনা এই দলে নেই। এবার প্রথমবারের মতো আলবিসেলেস্তে জাতীয় দলে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, ‍জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে। এ ছাড়া ভ্যালেন্টিন বার্কোকে দলে ফেরানো হয়েছে।

নতুন করে ডাক পাওয়া ২৩ বছর বয়সী স্ট্রাইকার পানিচেল্লি বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের হয়ে খেলছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার লিগ ওয়ানের ১১ ম্যাচে ৯টি গোল করেছেন, উয়েফা কনফারেন্স লিগের অভিষেক ম্যাচেও গোল পেয়েছেন এই আর্জেন্টাইন। ১৯ বছর বয়সী প্রেস্টিয়ানি কিছুদিন আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলেছেন। যেখানে আলবিসেলেস্তেদের স্বপ্নভঙ্গ করে ইতিহাস গড়ে মরক্কোর যুবারা। প্রেস্টিয়ানি আবার হোসে মরিনিয়োর অধীনে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলেন। পর্যাপ্ত গেমটাইম না পাওয়া তরুণ এই ফরোয়ার্ড ১৭ ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

এ ছাড়া প্রথমবার ডাক পাওয়া ২২ বছর বয়সী মিডফিল্ডার পেরোনো ইতালিয়ান ক্লাব কোমোতে খেলছেন নিকো পাজের সতীর্থ হিসেবে। ডিফেন্সিভ মিডের পাশাপাশি গোলের সুযোগ তৈরিতে সক্ষমতার কারণে পেরোনেকে ডেকেছেন স্কালোনি। এদিকে, ২০২৪ সালের মার্চে এল সালভাদরের বিপক্ষে অভিষেক হওয়া ডিফেন্ডার বার্কো ভ্যালেন্টিনকে আর খেলাননি আর্জেন্টাইন কোচ। তাকে এবার ডাকা হয়েছে। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের হয়ে তিনি চলতি মৌসুমে ১১ ম্যাচে এক গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন।

পরিচিত কয়েকটি মুখ অনুপস্থিত থাকলেও যথারীতি লিওনেল মেসিকে অধিনায়কত্বে রেখেই স্কোয়াড সাজিয়েছেন স্কালোনি। যদিও তার খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। এ ছাড়া অভিজ্ঞদের মধ্যে রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস গঞ্জালেস ও জিওভান্নি লো সেলসো আছেন। এ ছাড়া কার্ডজনিত কারণে আগের উইন্ডোতে না খেলা এনজো ফার্নান্দেজও ফিরলেন এবার। দিবুর অনুপস্থিতিতে গোলবার সামলাতে ডাকা হয়েছে দু’জনকে– জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ।

আর্জেন্টিনার স্কোয়াডে যারা আছেন,
গোলরক্ষক : জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো।

মিডফিল্ডার : অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি।

টিএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলার বেতন অনুমোদন করলেন টেসলার শেয়ারহোল্ডাররা Nov 07, 2025
img
বলিউডে অ্যাকশনের ইতিহাস বদলে দিতে আসছে শাহরুখের ‘কিং’ Nov 07, 2025
img
জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল Nov 07, 2025
img
পৌরাণিক আখ্যানের নতুন অধ্যায় লিখতে চলেছেন ভিকি কৌশল Nov 07, 2025
img
স্বাস্থ্যকর জীবনধারায় কতটুকু লবণ খাওয়া নিরাপদ Nov 07, 2025
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রেস সচিব Nov 07, 2025
img
বাংলাদেশের বিপক্ষে খেলতে উইঙ্গার ও আবনীতকে ক্যাম্পে ডাকল ভারত Nov 07, 2025
img
সাফল্যের আলোয় নয়, মাটির গন্ধেই শান্তি খুঁজছেন অনুপম Nov 07, 2025
img
বৃষ্টির প্রভাব কাটিয়ে রাজধানীর সবজির বাজারে স্বস্তি Nov 07, 2025
img
তিরিশে এসে বোঝা যায় প্রেমের মানে : শোলাঙ্কি রায় Nov 07, 2025
img
নির্বাচনী প্রচারণায় জামায়াতের প্রার্থী হেলাল উদ্দিনের মোটরসাইকেল শোভাযাত্রা Nov 07, 2025
img
নির্বাচনী হাওয়া বইছে, কেউ রুখতে পারবে না: প্রেস সচিব Nov 07, 2025
img
৩ মুসলিম দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত সুদানের যোদ্ধারা Nov 07, 2025
img
জাতিসংঘের মতে, ২০২৫ হবে ইতিহাসের সবচেয়ে গরম বছরের একটি Nov 07, 2025
img
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১৫ দোকান Nov 07, 2025
img
শালিনির সহায়তা ছাড়া কিছুই সম্ভব হতো না: অজিত কুমার Nov 07, 2025
img
মা ন্যাওটা, সরল ভাষায় অনির্বাণের অনুভূতি প্রকাশ Nov 07, 2025
img
৭ নভেম্বর বিপ্লবের মহানায়কে পরিণত হন জিয়াউর রহমান: মির্জা ফখরুল Nov 07, 2025
img
ভোটার আইডি কার্ড বাতিল না করে সংশোধন করার নির্দেশ নির্বাচন কমিশনের Nov 07, 2025
img
ক্যারিয়ারের জন্য পরিবারকে কখনো ত্যাগ করতে চান না শ্বেতা ভট্টাচার্য Nov 07, 2025