বলিউডের রাজা শাহরুখ খান আবারও নিজের সাম্রাজ্য পুনর্নির্মাণে ফিরছেন নতুন অ্যাকশন থ্রিলার ‘কিং’-এর মাধ্যমে। ছবিটি এক অনন্য দ্বৈত-সময়ের গল্পে নির্মিত, যেখানে একই চরিত্রের তরুণ ও পরিণত দুই অধ্যায়ে দেখা যাবে শাহরুখকে। তাঁর বিপরীতে দুই শক্তিশালী প্রতিপক্ষের ভূমিকায় থাকছেন রাঘব জুয়াল ও অভিষেক বচ্চন।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই উচ্চাভিলাষী প্রকল্পে একদিকে রোমাঞ্চকর অ্যাকশন, অন্যদিকে গভীর আবেগের মিশেল দেখা যাবে। তরুণ অধ্যায়ে রাঘব জুয়ালের সঙ্গে সংঘাতে জড়াবেন এক উদ্দাম, প্রাণবন্ত শাহরুখ, আর বর্তমান সময়ে অভিষেক বচ্চনের চরিত্রে থাকছে এক শক্তিশালী, ধূর্ত প্রতিদ্বন্দ্বিতা। সময়, ক্ষমতা ও পরিত্রাণের এই লড়াইয়ে শাহরুখের চরিত্রের বিবর্তনই হবে সিনেমার কেন্দ্রবিন্দু।
‘কিং’ ছবিতে আরও আছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি ও অর্জাদ ওয়ারসি। তবে সবচেয়ে বড় আকর্ষণ শাহরুখের কন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক। বাবা-কন্যার একসঙ্গে পর্দায় উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আগ্রহ।
ছবিটি কেবল অ্যাকশন নয়, বরং এক মানবিক যাত্রার গল্প, যেখানে অতীতের ক্ষত, বর্তমানের সংঘর্ষ এবং ভবিষ্যতের মুক্তি—সবকিছু মিলেমিশে গড়ে উঠছে এক মহাকাব্যিক থ্রিলারে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ বলিউডে অ্যাকশন ধারার এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।
এসএন