‘ধামাকা’ ছবির ঝলমলে সাফল্যের পর শ্রীলীলার নাম দ্রুত ছড়িয়ে পড়ে দক্ষিণ ভারতজুড়ে। সেই তুমুল জনপ্রিয়তা তাঁকে যেমন আলোচনায় এনেছিল, তেমনি আজ একই গতিতে তাঁকে এক মোড়ে দাঁড় করিয়েছে। সুন্দর চেহারা, প্রাণবন্ত উপস্থিতি আর পর্দায় তারুণ্যের দ্যুতি- সবই আছে শ্রীলীলার মধ্যে, কিন্তু সাম্প্রতিক কাজগুলো যেন তাঁকে একঘেয়ে, সাজগোজ নির্ভর চরিত্রের ঘেরাটোপে আটকে ফেলেছে।
‘মাস জাতারা’-তে অভিনয়ের পর দর্শক আর সমালোচক, উভয়ের কাছ থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভক্তরাও প্রশ্ন তুলেছেন-অভিনয়ের দিক থেকে তিনি কি আদৌ নতুন কিছু দেখাতে পারছেন? সেই প্রশ্নের উত্তর হয়তো মিলবে তাঁর পরবর্তী ছবি ‘পরাশক্তি’-তে, যা পরিচালনা করছেন প্রশংসিত নির্মাতা সুধা কঙ্গারা।
আসন্ন সংক্ৰান্তি ২০২৬-এ মুক্তি পেতে যাওয়া এই ছবিতে তাঁর সহশিল্পী শিব কার্তিকেয়ান ও অথর্ভা। এখানে শ্রীলীলার চরিত্রটি নাকি একেবারেই অন্যরকম- আবেগঘন, বাস্তবসম্মত এবং গভীরতার ছোঁয়ায় ভরপুর। ইতোমধ্যেই প্রকাশিত টিজারে দেখা গেছে পরিণত এক শ্রীলীলাকে, যেখানে ঝলমলে নাচ-গান নয়, বরং চরিত্রের ভেতরের রূপটিই মুখ্য হয়ে উঠেছে।
চলচ্চিত্র মহলের অনেকেই মনে করছেন, ‘পরাশক্তি’ হতে পারে শ্রীলীলার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। আর যদি এই চরিত্রে তিনি নিজের অভিনয়গুণের পরিচয় দিতে পারেন, তবে তা তাঁর জন্য হতে পারে নতুন সূচনা। এর পাশাপাশি বলিউডে কার্তিক আরিয়ানের বিপরীতে তাঁর আসন্ন হিন্দি ছবিও অপেক্ষা করছে মুক্তির জন্য। সব মিলিয়ে শ্রীলীলা এবার সাজগোজের ঝলক ছেড়ে অভিনয়ের মূলে ফিরতে চাইছেন- প্রমাণ করতে চাইছেন, তিনি শুধু নাচের তারকা নন, একজন পূর্ণাঙ্গ অভিনেত্রীও।
টিএম/এসএন