প্রয়াত বাবা, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
দলীয় মনোনয়ন লাভের পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় এসে নিজ বাড়ি পাশে অবস্থিত বাবার কবরে পাশে তাকে কাঁদতে দেখা যায়। পরে তিনি বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।
বাবার স্মৃতিচারণ করে বিকেলে শামা ওবায়েদ তার ফেসবুক পেজে লেখেন, তিনি তার প্রয়াত বাবার অপূর্ণ স্বপ্ন, ন্যায়ের প্রতি অঙ্গীকার এবং মানুষের প্রতি অটল ভালোবাসাকে বুকে ধারণ করে গত ১৭ বছর ধরে অন্যায়, দমনপীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। নগরকান্দা-সালথার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জনগণের দোয়া ও অবিচল সমর্থনকেই তিনি তার পথচলার দৃঢ়তম অনুপ্রেরণা, সাহস ও দৃঢ় প্রতিজ্ঞার উৎস বলে উল্লেখ করেন।
পরে লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শামা ওবায়েদ।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের প্রতিটি ঘরে নির্বাচনের জোয়ার বইছে এবং তরুণ প্রজন্ম ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি বলেন, এই দেশ জনগণের ভোটে স্বাধীনতা অর্জন করেছে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারেও জনগণই হবে মূল চালিকা শক্তি।
অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সী সুমন এবং তৈয়াবুর রহমান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টিএম/এসএন