খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি দুর্যোগপ্রবণ কয়রা ও পাইকগাছার উন্নয়ন এবং মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। উন্নয়ন মানে শুধু সড়ক বা ভবন নয়, মানুষের জীবনে পরিবর্তন আনা। সেটিই হবে আমার প্রতিশ্রুতি।’
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কয়রা উপজেলায় তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
মনিরুল হক বলেন, ‘রাজনীতিতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত আছি। আমার হারানোর কিছু নেই। বেঁড়িবাধ, শিক্ষা, স্বাস্থ্য, সুন্দরবন ঘিরে পর্যটন শিল্প ও কৃষিকে প্রাধান্য দিয়ে কয়রা-পাইকগাছার উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে চাই।
তিনি আরো বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিএনপির কার্যক্রম আরো সুসংগঠিত ও গতিশীল হবে। সাধারণ মানুষ, বিএনপির সব নেতাকর্মী আমাকে সহযোগিতা করলে আমি অবহেলিত কয়রার উন্নয়ন ত্বরান্বিত করতে পারব বলে আশা করি।
এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে কয়রার টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনকে বনদস্যু মুক্ত করা, কয়রা সদরে একটি হাসপাতাল নির্মাণ, একটি স্টেডিয়াম নির্মাণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, আবু সাইদ বিশ্বাস, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাবেক সদস্য সচিব নুরূল আমিন বাবুল, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, প্রভাষক আবুল কালাম আজাদ, কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, শ্রমিক দলের আকবার হোসেন, মহিলা দল নেত্রী দিলরুবা মিজানসহ প্রমুখ।
এবি/টিকে