বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু বলেছেন, ‘দেশের রাজনৈতিক অবস্থাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য গণভোটের নামে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের জনগণ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে।’
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়ন্ত কুমার বলেন, ‘জনগণ একটি স্থিতিশীল সরকার চায়। সে জন্য সবার আগে আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই। সেই সংসদের মাধ্যমে জুলাই আগস্টের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব।
আগামী সংসদের মাধ্যমে আমরা শহীদদের স্বপ্ন ও জুলাই ঘোষণাকে বাস্তবায়ন করব।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের সময় এই শৈলকুপায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করা হয়েছে। নির্যাতন করা হয়েছে। যারা এ সকল অপকর্ম করেছে তাদের বিচার এই মাটিতেই করা হবে। ৭১ এ শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা বিজয় অর্জন করেছি। এ ছাড়া ৯০ এ খালেদা জিয়ার নেতৃত্বে ও ২৪ এ তারেক রহমানের নেতৃত্বে বিজয় অর্জন করেছি আমরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে আবারো বিজয় উদযাপন করব।’
সভায় জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক তোজাম্মেল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিজে/টিকে