আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, রাজনীতির কারণে, ধর্মের কারণে, মতের কারণে ভাঙ্গা , সদরপুর ও চরভদ্রাসনে কেউ নিগৃহীত হবেন না। আপনারা কোনো অন্যায়, অপকর্মের সঙ্গে জড়িত হবেন না। রাজনীতির কারণে কোনো ভিন্ন দলের ভালো মানুষকে নিগ্রহ, অন্যায়, অত্যাচার করতে পারবেন না। তাদের সেবক হয়ে আমাদের কাজ করতে হবে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের সিকদার পাড়ায় আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
শহিদুল ইসলাম বাবুল বলেন, রাজনীতি মানে মানুষকে অপমান করা না, রাজনীতি মানে নিরীহদের মামলা দিয়ে নির্যাতন করা না, রাজনীতি মানে বিশিষ্ট মানুষের নামে অশালীন কথা বলা না। এ ধরনের শিক্ষা আমাদের পরিবার দেয়নি। আমাদের নেতা তারেক রহমানও শেখাননি। বরং মানুষকে ভালোবেসে তাদের সেবক হয়ে রাজনীতি করতে চাই।
অনুষ্ঠানে স্থানীয় নেতা জাহিদ সিকদার এবং তার বেশকিছু সমর্থক শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা ও বিএনপি নেতা কাজী কায়সারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইউটি/টিএ