লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিনের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বশিকপুর ইউনিয়নের কাশিপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও যুবদলের আয়োজন করেন। দ্রুত তাকে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
এতে বক্তব্য রাখেন বশিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা কবির হোসেন, আনোয়ার হোসেন, নুর হোসেন, যুবদল নেতা ইসমাইল হোসেন, মোহাম্মদ সুমন ও সোহরাব হোসেন রনিসহ অনেকে।
বক্তাদের ভাষ্যমতে, যুবদল নেতা আল আমিনকে গত ১৭ সেপ্টেম্বর জেলা শহরের ঝুমুর এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছে।
আওয়ামী লীগের আমলে আল-আমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তখনো তাকে কারাগারে যেতে হয়েছে। এরপর তিনি বিদেশে ছিলেন। ৫ আগস্টের পর তিনি দেশে আসলে গ্রেপ্তার করা হয়।