কলাপাড়ায় সমুদ্র বন্দর হয়েছে। কিন্তু এ বন্দরকে অর্থনৈতিকভাবে সচল রাখতে উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘কয়লা ছাড়া আর কিছু আমদানি হয় না পায়রা বন্দরে। আবার ইপিজেড করা হয়েছে পটুয়াখালী। অথচ কলাপাড়ায় ইপিজেড হলে বিনিয়োগকারীরা এখানেই আসতো। এখানকার মানুষের কর্মসংস্থান হতো। সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়নি। একইভাবে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পর্যটন কর্পোরেশন কোনো বিনিয়োগ করেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সব উন্নয়ন কর্মকাণ্ড হবে পরিকল্পিত। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে গ্যাস লাইন নিয়ে আসব। তখন বিনিয়োগকারীরা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসবে।’
শুক্রবার (৭ নভেম্বর) রাতে কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফোরামের আহ্বায়ক মোহসীন পারভেজের সভাপতিত্বে ও সাংবাদিক জসীম পারভেজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মো. ফারুক।
সেখানে বক্তব্য রাখেন সংবাদিক জাহিদ রিপন, মো.ফরিদ উদ্দিন বিপু, মিলন কর্মকার রাজু ও আনন্দ সুজন মৃধা।
সভার আগে বিএনপির কেন্দ্রীয় নেতা কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন।
মতবিনিময় সভায় কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান সিকদার, জাকির সিকদার, নাসির উদ্দিন রতন, রাশেদ মোশারফ প্রমুখ উপস্থিত ছিলেন।
পিএ/টিএ