বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা শেয়ার করেছেন, যা বর্তমান প্রজন্মের জন্য এক প্রেরণামূলক দিক নির্দেশনা হিসেবে প্রতিফলিত হচ্ছে।
তিনি লিখেছেন, “বর্তমান জেনারেশনকে বলতে চাই, সম্পর্ক দু মিনিটের নুডুলস নয়। প্রত্যেকটা মুহূর্ত খুব হ্যাপি হবে না। একটা কমিটমেন্ট থাকে, স্বচ্ছতা থাকে। জামা কাপড়ের মত চেঞ্জ করা যায় না।”
কোয়েলের এই উক্তি প্রেম এবং সম্পর্কের প্রকৃত মূল্যকে তুলে ধরেছে। তিনি স্পষ্ট করেছেন যে সম্পর্ক শুধুমাত্র সুখের মুহূর্তের জন্য নয়, বরং এক ধরনের দায়িত্ব, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির ভিত্তিতেই টিকে থাকে। তরুণ প্রজন্মের কাছে এটি যেন একটি সতর্ক বার্তা, যে সম্পর্ককে হালকাভাবে নেওয়া উচিত নয়।
সম্প্রতি কোয়েল মল্লিক নিজের চলচ্চিত্র ও টেলিভিশন কর্মকাণ্ডের মধ্যেও দৃঢ় ও সচেতন চরিত্রের জন্য পরিচিত, আর এই বার্তায় তার ব্যক্তিগত দর্শনও প্রতিফলিত হয়েছে। ভক্তরা তাকে শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, বরং সমাজকে প্রয়োজনীয় শিক্ষণীয় বার্তা দেওয়ার ক্ষমতাসম্পন্ন মানুষ হিসেবেও দেখছেন।
টিএম/টিএ