সম্পর্ক নিয়ে নিজের ভাবনা জানালেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। বর্তমান প্রজন্মের ভালোবাসার ধরণ ও সম্পর্কের স্থায়িত্ব নিয়ে এক স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। তাঁর মতে, সম্পর্ক কোনো তাৎক্ষণিক অনুভূতির বিষয় নয়, এটি সময়, বোঝাপড়া আর দায়বদ্ধতার উপর দাঁড়িয়ে থাকা এক দীর্ঘ পথচলা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে কোয়েল বলেন, “সম্পর্ক দু মিনিটের নুডুলস নয়। প্রত্যেকটা মুহূর্ত খুব হ্যাপি হবে না। একটা কমিটমেন্ট থাকে, স্বচ্ছতা থাকে। জামা কাপড়ের মত চেঞ্জ করা যায় না।” তাঁর এই কথায় প্রতিফলিত হয়েছে আধুনিক সমাজে সম্পর্কের ভঙ্গুরতা নিয়ে এক গভীর চিন্তা।
বহুদিন ধরেই টলিউডের অন্যতম প্রিয় মুখ কোয়েল মল্লিক। অভিনয়ের পাশাপাশি তিনি নিজের ব্যক্তিগত ভাবনাও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এ কারণেই তাঁর প্রতিটি বক্তব্যেই মেলে বাস্তব জীবনের ছোঁয়া।
কোয়েলের এই মন্তব্যে ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটদুনিয়া। অনেকে সমর্থন জানিয়ে লিখেছেন, “এটাই সত্যি কথা, সম্পর্ক এখন খুব সহজে ভেঙে যায়।” কেউ কেউ আবার জানিয়েছেন, “কোয়েল যেমন অভিনয়ে পরিণত, তেমনই চিন্তায়ও।”
প্রেম, প্রতিশ্রুতি ও সম্পর্কের এই ভাবনা নতুন প্রজন্মের কাছে কতটা পৌঁছায়, সেটিই এখন দেখার বিষয়।
আরপি/টিকে