আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া দলটির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম বলেছেন, ‘নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামীও একটা রাজনৈতিক দল, তারা ইসলাম নয়। আমার কৃতকর্মে আমাকে, আপনার কৃতকর্মে আপনাকে আল্লাহ জান্নাতে নিবে।’
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব কথা বলেন তিনি।
আবুল কালাম বলেন, ‘আমি আপনাদের সন্তান।
দীর্ঘ সময় থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কাজ করে আসছি। লোভ-লালসার উর্ধ্বে উঠে সব সময় রাজনীতি করেছি। রাজনীতি করতে গিয়ে বহুবার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত হয়েও বিএনপির রাজনীতি থেকে দূরে যাইনি। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পক্ষ থেকে আমাকে আমানত হিসাবে যে মনোনয়ন দিয়েছেন, আমি যেন আপনাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয়ের মাধ্যমে তা রক্ষা করতে পারি।
তিনি আরো বলেন, ‘আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইনশাআল্লাহ আমি বিজয় হতে পারলে আমার দ্বারা কোন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাব। লাকসামকে জেলা ও মনোহরগঞ্জকে মডেল উপজেলায় পরিণত করতে কাজ করতে বদ্ধ পরিকর।’
বিএনপির এই নেতা বলেন, ‘জুলাই বিপ্লবের মহানায়ক তারেক রহমান।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানকে বিজয় করতে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। লাকসাম-মনোহরগঞ্জ আসন থেকে আমিসহ কয়েকজন দলের মনোনয়ন চেয়েছিলাম। দল যেহেতু আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আপনাদের সকলের সহযোগিতা ও সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই।’
এ সময় আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াস পাটোয়ারী ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমকে/টিকে