শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ শাহবাগে বিক্ষোভকালে পুলিশের জলকামান ও টিয়ারশেলের মুখে পড়েন। এ ঘটনায় তীব্র নিন্দা ও পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার রাতে (৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন। তাদের ওপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকব—ইনশাল্লাহ।’
এমকে/টিকে