জোহরান মামদানির নাগরিকত্ব বাতিলের দাবি তুলছে ট্রাম্পের দল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। অর্থকড়ি ঢেলে ও বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েও তারা সফল হয়নি।

মামদানি নিউইয়র্কে ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। তবে কোনোভাবেই মামদানিকে না আটকাতে পেরে এখন তার নাগরিকত্ব বাতিলের দাবি তুলছে ট্রাম্পের দল। তারা এখনো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তিনি যেন কোনোভাবেই দায়িত্ব নিতে না পারেন।

উগান্ডায় জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী মামদানি একজন কমিউনিস্ট, তিনি সন্ত্রাসীদের সমর্থন দেন এমন সব অভিযোগ আনছে রিপাবলিকান পার্টি। এসবের সঙ্গে সুর মিলিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও।

এরমধ্যে রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি ওগলস এবং ফ্লোরিডার প্রতিনিধি র‍্যান্ডি ফাইন সরাসরি দাবি করেছেন, মামদানি তার নাগরিকত্ব আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছেন বা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কথা গোপন করেছেন।

ওগলস যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব প্রক্রিয়া তদন্ত করার এবং তাকে দেশ থেকে বের করে দিয়ে উগান্ডায় ফেরত পাঠানোর অনুরোধ করেছেন।

ওগলস বলেন, “যদি প্রমাণিত হয় মামদানি তার নাগরিকত্বের নথিতে মিথ্যা বলেছেন, তাহলে তিনি নাগরিক থাকার যোগ্য নন এবং নিউ ইয়র্কের মেয়র হওয়ার তো প্রশ্নই ওঠে না।”

তিনি আরও বলেন, “মার্কিন নাগরিকত্ব পেতে হলে কমিউনিস্ট বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অবশ্যই জানাতে হয়, যা তিনি জানাননি বলেই সন্দেহ।”

যদিও রিপাবলিকান নেতারা এই ধরনের দাবি করছেন, কিন্তু অলাভজনক ফ্যাক্ট চেকিং সংস্থা পলিটিফ্যাক্ট জানিয়েছে, মামদানি তথ্য লুকিয়ে নাগরিকত্ব নিয়েছেন তারা এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পায়নি।

মামদানি ১৯৯৮ সালে সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে তিনি মার্কিন নাগরিকত্ব পান।

অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব বাতিল করা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল পদক্ষেপ। কারও নাগরিকত্ব বাাতিলে সরকারকে অকাট্য প্রমাণ দিতে হবে যে আবেদনকারী জেনেশুনে গুরুত্বপূর্ণ মিথ্যা তথ্য দিয়েছেন, যা তার নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করত।

অভিবাসন বিষয়ক আইনজীবী জেরেমি ম্যাককিনি বলেন, “মামদানির অযোগ্যতার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আমি দেখিনি।”

রিপাবলিকানদের আরেকটি অভিযোগ হলো, মামদানি তার নাগরিকত্বের ফর্মে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অফ আমেরিকা (ডিএসএ) -এর সদস্যপদ গোপন করেছেন, যাকে তারা একটি কমিউনিস্ট সংগঠন বলে দাবি করছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ডিএসএ কমিউনিস্ট দল নয়, এটি কমিউনিজমের বিকল্প হিসেবে উঠে আসা গণতান্ত্রিক সমাজতন্ত্রের একটি ধারা। তাই ডিএসএ-র সদস্যপদ নাগরিকত্বের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না।

এছাড়া, মামদানির লেখা একটি র‍্যাপ গানের কথা তুলে ধরে তাকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সমর্থনকারী বলে অভিযোগ করা হয়েছে। তবে আইনজীবীরা বলছেন, এই ধরনের কথা সংরক্ষিত বাক-স্বাধীনতার অংশ, যতক্ষণ না তিনি আসলে কোনো বিদেশী সন্ত্রাসী গোষ্ঠীকে সরাসরি সাহায্য করছেন।

সূত্র: আলজাজিরা

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ন্যান্সির গান ‘নেতা আসছে’ Dec 25, 2025
img
‘লিডার আসছে’ স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ Dec 25, 2025
img
ভোট প্রদানে ৭ লাখের বেশি প্রবাসীর নিবন্ধন Dec 25, 2025
img
সিলেট পৌঁছেছেন তারেক রহমান Dec 25, 2025
img
তারেক রহমানকে বহনকারী ফ্লাইট পরিচালনায় ৩ অভিজ্ঞ পাইলট Dec 25, 2025
img
দেশের আকাশসীমায় তারেক রহমানকে বহনকারী বিমান Dec 25, 2025
img
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ : সালাহউদ্দিন Dec 25, 2025
img
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস Dec 25, 2025
img
‘পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল’ Dec 25, 2025
img
সিঙ্গারা খাওয়ার পর এসিডিটি? জেনে নিন করণীয় Dec 25, 2025
img
অভিযানে ৪০ লাখ লিটার জ্বালানি তেল জব্দ Dec 25, 2025
img
বিশ্বকাপ চলাকালীন নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত বিসিবির Dec 25, 2025
img
অবশেষে লাল-সবুজের আকাশে তারেক রহমান Dec 25, 2025
img
নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৭ Dec 25, 2025
img
টাঙ্গাইল থেকে ঢাকামুখী বিএনপির অর্ধলক্ষ নেতাকর্মী Dec 25, 2025
img
তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি Dec 25, 2025
img
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি Dec 25, 2025
img
ক্রিকেট অবকাঠামোয় বড় উদ্যোগ, ১০০ উইকেট বানাবে বিসিবি Dec 25, 2025
img
মেঘলা থাকবে ঢাকার আকাশ , অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Dec 25, 2025
img
শর্তসাপেক্ষে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র, নাকচ করল ইরান Dec 25, 2025