ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শারমিন আক্তার জাহান।
রোববার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে তাকে নড়াইল জেলার জেলা প্রশাসক পদ থেকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ায় পদায়ন করা হয়েছে।
১৯৮৪ সালে ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা গঠিত হয়। জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর সেই ফেব্রুয়ারি মাসেই অল্প সময়ের মধ্যেই প্রথম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছিলেন মো. আনোয়ার হোসেন।
তিনি ছিলেন নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম জেলা প্রশাসক (ডিসি)। সেই ১৯৮৪ সাল থেকে ২০২৫ সালের ৯ নভেম্বর দীর্ঘ ৩ যুগ অতিবাহিত হওয়ার পর এবারই প্রথম কোনো নারী এই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।
মিজ্ শারমিন আক্তার জাহান বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে প্রশংসা অর্জন করেন। বিশেষ করে নারী শিক্ষার প্রসার, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং প্রশাসনে সেবার মানোন্নয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজ মনে করছে, তার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাড. আবদুন নূর বলেন, স্বাধীনতার আগে ও পরে ব্রাহ্মণবাড়িয়ায় নারী ডিসি নিয়োগ দেওয়া হয়নি।
জেলায় পদায়নকৃত নারী ডিসিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন ডিসি জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা করছি।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বদলির আদেশ জারি করা হয়েছে। তাকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছো৷ খুব শিগগিরই মিজ্ শারমিন আক্তার জাহান দায়িত্ব গ্রহণ করবেন।
ইএ/টিএ