বাংলাদেশের সাথে সংগীত, নৃত্য ও শিল্পকলা আদান-প্রদানের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতা আরও বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।
রোববার (৯ নভেম্বর) রাতে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে এক সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত ড. মোহাম্মদ ওয়াহিদ হাসান।
এ সাক্ষাতটি অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এসময় উভয়ের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও গঠনমূলক আলোচনা হয়।
আলোচনায় হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের উচ্চশিক্ষা, মেডিকেল ইন্টার্নশিপ, ইঞ্জিনিয়ারিং ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগসহ বিভিন্ন স্কলারশিপের বিষয়টি উল্লেখ করেন।
সাক্ষাতে ড. মোহাম্মদ ওয়াহিদ হাসান তার ঢাকা সফরের স্মৃতিচারণ করে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, খাদ্য, শিক্ষা ব্যবস্থা ও আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন। একইসাথে দেশটির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
আলোচনায় উভয়ে পুনর্ব্যক্ত করেন দুইদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। একইসাথে আশা প্রকাশ করেন যে দুই দেশের এই সহযোগিতা আরও গভীর হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। এসময় বাংলাদেশ মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ, হাইকমিশনারের পার্সোনাল অফিসার মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এসএস/টিকে