ইয়ামি গৌতম ধর ও ইমরান হাশমি অভিনীত সামাজিক প্রেক্ষাপটে নির্মিত কোর্টরুম ড্রামা হক মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচক মহলে প্রশংসার ঝড় তুলেছে। শুধু প্রশংসাই নয়, ছবিটি এখন দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিসেও।
শুক্রবার শক্তিশালী সূচনার পর শনিবার প্রায় শতভাগ প্রবৃদ্ধি দেখেছে হক। বছরের অন্যতম সফল সপ্তাহান্তের চলচ্চিত্র হিসেবে নাম লিখিয়েছে ছবিটি। ভারতের বিভিন্ন শহরে পিভিআর ইনক্স, সিনেপলিস, মিরাজ ও মুভিম্যাক্সসহ একাধিক মাল্টিপ্লেক্স চেইনে ছবিটি ঘিরে উৎসাহ দেখা গেছে দর্শকদের মধ্যে। পরিবার, তরুণ-তরুণী ও বয়স্ক দর্শকরাও সমানভাবে প্রশংসা করছেন ছবিটির আবেগঘন উপস্থাপনা ও আদালতকেন্দ্রিক বাস্তবধর্মী কাহিনি।
রবিবারের টিকিট বিক্রিও দ্রুত বেড়েছে। প্রেক্ষাগৃহগুলোর হিসেবে, শনিবারের তুলনায় প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ দর্শক বৃদ্ধি পেয়েছে, যা ছবিটির মুখে মুখে জনপ্রিয়তার প্রমাণ। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, হক এমন এক ধারা তৈরি করেছে, যেখানে সামাজিক বার্তাবাহী চলচ্চিত্রও বাণিজ্যিক সাফল্য পেতে পারে।
ইমরান হাশমির দৃঢ় উপস্থিতি আর ইয়ামি গৌতমের শক্তিশালী অভিনয় দর্শকদের মন জয় করেছে। সমালোচকরা বলছেন, দীর্ঘদিন পর একটি সামাজিক বিষয়ভিত্তিক ছবি হলে দর্শকদের একাধিকবার টানছে—যা সাম্প্রতিক সময়ে খুবই বিরল ঘটনা।
সব মিলিয়ে, সর্বসম্মত প্রশংসা, ক্রমবর্ধমান দর্শক উপস্থিতি এবং পুনরায় দেখার আগ্রহের কারণে হক এখন বছরের অন্যতম ‘স্লিপার হিট’ হিসেবে নিজ অবস্থান মজবুত করছে।
ইউটি/টিএ