আসামি সাবেক দুই এমডিসহ ৮

অগ্রণী ব্যাংকের সাড়ে ২২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় তিনটি মামলা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারি জমিতে নির্মিত ফ্লোর স্পেস ক্রয়-বিক্রয়ের নামে ২২ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক ও ডেভেলপারসহ আট জনের বিরুদ্ধে পৃথক তিন মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. রুহুল হক বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় সরকারি জমির উপর ত্রুটিপূর্ণ ফ্লোর স্পেস ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণা ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন— আলমপনা বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মো. আসাদ, অগ্রণী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সৈয়দ আব্দুল হামিদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম, সাবেক মহাব্যবস্থাপক আবুল বাশার সেরনিয়াবাত, সাবেক উপ-মহাব্যবস্থাপক সাধন চন্দ্র মন্ডল ও সাবেক সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হেলাল উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারি জমিতে নির্মিত ফ্লোর স্পেস ক্রয়-বিক্রয়ের নামে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তারা বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের নীতিমালা অমান্য করে নিজেদের আর্থিকভাবে লাভবান হয়েছেন।

দ্বিতীয় মামলায়ও অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৭ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামিরা হলেন— আলমপনা বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদ, অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল হামিদ, সাবেক মহাব্যবস্থাপক আবুল বাশার সেরনিয়াবাত, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন, সাবেক উপ-মহাব্যবস্থাপক সাধন চন্দ্র মণ্ডল ও সাবেক সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হেলাল উদ্দিন।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের নীতিমালা অমান্য করে প্রতারণা ও জাল কাগজ সৃষ্টিপূর্বক তা খাঁটি হিসেবে ব্যবহার করেন। নিজেদের আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যে তারা ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণে জড়িত হন এবং ব্যাংক থেকে ৭ কোটি ২০ লাখ টাকা অবৈধভাবে উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন।
তৃতীয় মামলায় ১৪ কোটি টাকা আত্মসাতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ব্যাংকের সাবেক আট কর্মকর্তাসহ এক ডেভেলপার প্রতিষ্ঠানের এমডির বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মামলার আসামিরা হলেন— আলমপনা বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদ, অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল হামিদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম, সাবেক মহাব্যবস্থাপক আবুল বাশার সেরনিয়াবাত, সাবেক মহাব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, সাবেক উপ-মহাব্যবস্থাপক সাধন চন্দ্র মন্ডল, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আব্দুল খালেক। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার : পররাষ্ট্র উপদেষ্টা Dec 27, 2025
img
টসে হেরে ব্যাটিংয়ে নোয়াখালী, একাদশে ৩ বিদেশি Dec 27, 2025
img
পাকিস্তানি তারকা সাজাল-হামজার প্রেম ও বিয়ের গুঞ্জন! Dec 27, 2025
img
গৃহকর্মীর চরিত্রে দারুণ সাফল্য পাচ্ছেন সিডনি সুইনি Dec 27, 2025
img
রবিবার চেম্বার জজ আদালতে যাচ্ছেন মান্না Dec 27, 2025
img
কুষ্টিয়ায় হাদির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Dec 27, 2025
img
যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি Dec 27, 2025
img
পাটগ্রাম সীমান্তে ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার Dec 27, 2025
img
শহীদ ৫৭ সেনার কবর জিয়ারত করলেন তারেক রহমান Dec 27, 2025
img
জামায়াতে যোগ দিলেন শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম Dec 27, 2025
img
খুলনায় এনসিপি নেতাকে হামলাকারী ডিকে শামীম গ্রেপ্তার Dec 27, 2025
বক্সিং ডেতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড Dec 27, 2025
img
কোচ জাকির মৃত্যুতে সাকিব ও মাশরাফিদের শোক প্রকাশ Dec 27, 2025
img
তরুণদের জন্য সামরিক ‘গ্যাপ ইয়ার’ কর্মসূচি চালু করবে যুক্তরাজ্য Dec 27, 2025
img
যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি: আল জাবের Dec 27, 2025
img
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে যত রেকর্ড Dec 27, 2025
img
ক্যাটরিনার পোস্টে ভাইজানের জন্য জন্মদিনের উষ্ণ অভিবাদন! Dec 27, 2025
img
বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক এটা ভারত চায় না: মাহমুদুর রহমান Dec 27, 2025
img

আব্দুল ওয়াহেদ

বাংলাদেশ-ভারত কূটনৈতিক টানাপোড়েনে স্থলবন্দরে আমদানি কমেছে ৪০ শতাংশ Dec 27, 2025
img
সহিংসতার মাধ্যমে কোনো জায়গায় কোনো পরিবর্তন আনার সুযোগ নেই: রিজওয়ানা Dec 27, 2025