বলিউডের জনপ্রিয় দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া নতুন এক অ্যাকশন-ড্রামা ছবিতে জুটি বেঁধেছেন। ছবির নাম ‘ভ্যান: ফরেস্ট অব দ্য ফরেস্ট’। সম্প্রতি দক্ষিণ মুম্বাইয়ে শুরু হয়েছে ছবিটির শুটিং, আর সেই সেট থেকেই একটি দৃশ্যের অন্তরালের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনায় আসে নতুন এই প্রকল্পটি।
ভিডিওতে দেখা যায়, তামান্না ভাটিয়া অ্যাকশন দৃশ্যে ব্যস্ত, আর সিদ্ধার্থ মালহোত্রা তার পরিচিত তীব্র অভিব্যক্তি নিয়ে সহ-অভিনেত্রীর সঙ্গে দৃশ্যটি ফুটিয়ে তুলছেন। মাত্র কয়েক সেকেন্ডের ফুটেজেই দর্শক বুঝে ফেলেছেন- ছবিটি হতে যাচ্ছে রোমাঞ্চকর ও চিত্তাকর্ষক ভিজ্যুয়াল অভিজ্ঞতার এক মেলবন্ধন।
যদিও কাহিনি এখনো গোপন রাখা হয়েছে, জানা গেছে ছবিতে অ্যাকশন ও পরিবেশ-সচেতন বার্তা একসঙ্গে মিশে থাকবে। বলিউডের সাম্প্রতিক প্রেক্ষাপটে এটি হতে পারে নতুন এক ধাঁচের গল্প, যেখানে প্রকৃতি ও মানবিক সংগ্রাম পাশাপাশি চলবে।
‘ভ্যান’ ছবিটি সিদ্ধার্থ ও তামান্নার প্রথম বড় পরিসরের যৌথ কাজ। তাদের অনস্ক্রিন রসায়ন ও নির্মাণের পরিধি দেখে ইতিমধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে। শিল্পপ্রেমীদের ধারণা, বাস্তব লোকেশন, আধুনিক দৃশ্যায়ন ও তীব্র নাটকীয়তার সমন্বয়ে ছবিটি বলিউডের অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধারায় নতুন সংযোজন হিসেবে জায়গা করে নেবে।
নির্মাতাদের পক্ষ থেকে এখনো মুক্তির তারিখ জানানো না হলেও, বলিউড অঙ্গনে আলোচনায় আছে—‘ভ্যান: ফরেস্ট অব দ্য ফরেস্ট’ হতে পারে আগামী বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি।
টিএম/এসএন