বলিউডে সুখবর। বিখ্যাত তারকাদম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ মা-বাবা হয়েছেন। সোমবার সকাল ৮টা ২৩ মিনিটে তাঁদের সন্তান জন্মগ্রহণ করেছেন। আনন্দঘন এই মুহূর্তে বাবা-মা উভয়েই শিবভক্ত। প্রেগন্যান্সির খবর প্রকাশের সময়ও ভিকি কৌশল ‘ওম’ মন্ত্র উচ্চারণ করেছিলেন। এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিনেও তিনি সেই আধ্যাত্মিক বিশ্বাসের প্রতি অটল ছিলেন।
সন্তানকে হাসপাতাল থেকে বের করার সময় নজর কাড়া কালো কাচের রেঞ্জ রোভার ব্যবহার করা হয়েছে। হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিল উৎসুক অনুরাগীরা, তবে গাড়ির কালো কাচের কারণে তাঁরা সদ্যোজাতের কোনো দেখা পাননি। মুহূর্তটি নেটভুবনে ভাইরাল হয়ে গেছে।
ঘনিষ্ঠ সূত্রের খবর, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভিকি-ক্যাটরিনা সরাসরি জুহুর সমুদ্রমুখী বাংলোতে গিয়েছেন, যেখানে সুখের সংসার সাজিয়েছেন। শুক্রবার, ৭ নভেম্বর থেকে তারা মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন।
জ্যোতিষ মতে, শিশু ‘বেবি কৌশল’ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই পুত্রসন্তানও ফিল্মি জগতে জনপ্রিয়তা লাভের সম্ভাবনা রাখে। বলিউড মহলে ইতিমধ্যেই এই সুখবরের ঢেউ ছড়িয়েছে, এবং শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন অনুরাগী ও সহকর্মীরা।
এমকে/এসএন