চলতি বছরের ডিসেম্বরে ভারত সফর করবেন পুতিন: ক্রেমলিন

গত মাসে পুতিন নিজেও ভারত সফরের কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরের বৈঠকে ‘প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির’ সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বছরের শেষের আগে ভারত সফর করবেন বলে নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

গত মাসে পুতিন নিজেও ভারত সফরের কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরের বৈঠকে 'প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির' সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন। এছাড়া তিনি বলেছেন, শীর্ষ বৈঠকে ভারত-রাশিয়ার বাণিজ্যের চলমান ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা হবে।

সোমবার সাংবাদিকদের পেসকভ বলেন, 'বছরের শেষে নির্ধারিত পুতিনের ভারত সফরের জন্য আমরা সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করি, এটা অর্থবহ সফর হবে।' তবে তিনি সফরের বিস্তারিত এজেন্ডা প্রকাশ করেননি এবং বলেছেন, 'সময়মতো জানানো হবে।'

তিনি এই মন্তব্য করেন 'ইকোনমিক টাইমস'-এর এক প্রতিবেদনের প্রসঙ্গে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ভারত শ্রমিকদের অধিকার রক্ষা এবং যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স খাতে দক্ষ শ্রমশক্তি নিয়োগ বাড়াতে একটি 'লেবার মোবিলিটি' চুক্তি করতে যাচ্ছে।

মস্কো ও নয়াদিল্লির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারত রুশ তেলের বড় ক্রেতা হওয়া সত্ত্বেও, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমাদের চাপের মুখে পড়েছে। অক্টোবরের শেষদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রসনেফট ও লুকওয়েল-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এর আগে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। তার অভিযোগ ছিল, ভারত রাশিয়ার তেল কিনে 'ইউক্রেন যুদ্ধকে অর্থ জোগাচ্ছে'।

ভারতীয় কর্মকর্তারা এই সমালোচনাকে গুরুত্ব দেননি। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লি বলছে, তাদের জ্বালানি নীতি 'জাতীয় স্বার্থ'-নির্ভর এবং ভারত 'একতরফা কোনো নিষেধাজ্ঞা মানে না'।

কিছু রিফাইনারি নতুন অর্ডার স্থগিত করলেও অন্যরা [রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনসহ] জানিয়েছে, তারা নিষিদ্ধ নয় এমন রুশ সরবরাহকারীদের কাছ থেকে তেল ক্রয় চালিয়ে যাবে।
ডেটা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে ভারতে অপরিশোধিত রুশ তেলের আমদানি বেড়ে প্রতিদিন ১.৪৮ মিলিয়ন ব্যারেল হয়েছে, যা সেপ্টেম্বরের ১.৪৪ মিলিয়ন ব্যারেল থেকে বৃদ্ধি পেয়েছে।

দুই দেশের মধ্যে অন্য খাতের বাণিজ্যও বাড়ছে। ভারতে রাশিয়ার হীরার রপ্তানি দ্বিগুণ হয়ে ১.৩১ কোটি ডলারে পৌঁছেছে। দুই দেশ আরও গভীর সামরিক সহযোগিতার পরিকল্পনা করেছে- বিশেষ করে বিমান, নৌ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে। গত মাসে তারা ১৪তম 'ইন্দ্র' নৌ মহড়া করেছে- আধুনিক যুদ্ধের সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে।


কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সাফল্যে ভাসছে নতুন ‘অ্যাভাটার’ Dec 28, 2025
img
অবৈধ অভিবাসী ফেরাতে ২ দেশের সঙ্গে চুক্তি ব্রিটেনের Dec 28, 2025
img
ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেল ৩ সন্তানসহ ভ্যালেন্সিয়া কোচের Dec 28, 2025
img
পরীমণি ফিরলেন পর্দায়, আটকে থাকা ছবির শুটিং ফের শুরু Dec 28, 2025
img
বাবর ও আফ্রিদিকে বাদ দিয়ে দল ঘোষণা পাকিস্তানের, ফিরলেন শাদাব খান Dec 28, 2025
img
বিপিএল চলাকালেই বাংলাদেশ ছাড়ছেন পাকিস্তানি ক্রিকেটাররা Dec 28, 2025
img
ইউক্রেনকে ১.৮ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তার ঘোষণা কানাডার Dec 28, 2025
img
ইতিহাসের সর্বোচ্চ বাজেট জাপানে, প্রতিরক্ষায় রেকর্ড ৯ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ Dec 28, 2025
img
জামায়াতের সঙ্গে সমঝোতা কেন, ব্যাখ্যা দিলেন এনসিপির আখতার হোসেন Dec 28, 2025
একটি অবহেলিত আমল | ইসলামিক জ্ঞান Dec 28, 2025
img
শীতে কাঁপছে নীলফামারী, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে Dec 28, 2025
img
পুরোনো জিমেইল পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল Dec 28, 2025
img
এক হাতে ক্যাচ ধরে রাতারাতি কোটিপতি দর্শক Dec 28, 2025
img
রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর Dec 28, 2025
img
মুন্সীগঞ্জে আগুনে ৭ দোকান পুড়ে ছাই Dec 28, 2025
img
টেন্ডুলকার, সাঙ্গাকারা ও লারাদের এলিট ক্লাবে জো রুট Dec 28, 2025
img
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, দেখা নেই সূর্যের Dec 28, 2025
img
হাদির স্মরণে রুয়েটে আবাসিক হলের নামকরণের দাবি Dec 28, 2025
img
৪৯ রানে গুটিয়ে লজ্জার রেকর্ড গড়ল ডেভিড মিলারের দল Dec 28, 2025
img
জুলাই যোদ্ধাদের নিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন ডা. খালিদুজ্জামান Dec 28, 2025