দুই দিনের সফরে ভুটানে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব নির্ধারিত এই সফরে মঙ্গলবার সকালে ভুটানে পৌঁছান তিনি। দুইদিনের এ সফরে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেবেন।
সফরের আগে প্রধানমন্ত্রী মোদি এক্স-এ লিখেছেন, ‘ভুটান সফরে যাচ্ছি, যেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব। এ সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উদ্দীপনা আনবে।’
মোদি ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন, যিনি ২০০৬ সালে সিংহাসন ত্যাগ করেছিলেন। তার ছেলে রাজা জিগমে সিংগে ওয়াংচুক এখন দেশটির রাজা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গেও দেখা করবেন নরেন্দ্র মোদি।
মোদির সফরের অন্যতম আকর্ষণ হবে পুনাতসাংচু ২ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন। এটি ভারত-ভুটান শক্তি সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় খুলে দেবে বলে মনে করা হচ্ছে। এ প্রকল্প চালু হলে উভয় দেশের বিদ্যুৎ উৎপাদন ও বাণিজ্য আরো শক্তিশালী হবে বলে আশা। কূটনৈতিকরা মনে করছেন, এই সফর ভারত-ভুটান সম্পর্ককে শুধু শক্তি খাতে নয়, শিক্ষা, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সফরের আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দিল্লি বিস্ফোরণের পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
সূত্র : বিবিসি
কেএন/টিকে