দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার পর অবশেষে আলোর মুখ দেখতে পারে ভারতের নারী ক্রিকেট তারকা ঝুলন গোস্বামীর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘চাকদা এক্সপ্রেস’। ২০২২ সালেই শুটিং শেষ হয়েছিল ছবিটির, যেখানে ঝুলনের চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা। কিন্তু বাজেটসংক্রান্ত জটিলতা ও নেটফ্লিক্সের সঙ্গে সৃজনশীল মতভেদের কারণে ছবিটি এতদিন মুক্তি পায়নি।
সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক সাফল্যের পর আবারও আলোচনায় এসেছে এই ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি মুক্তির দাবিতে ভক্তদের উচ্ছ্বাস বাড়ছে, আর নেটফ্লিক্সও নাকি নতুন করে মুক্তির পরিকল্পনা পর্যালোচনা করছে। ভেতরের খবর বলছে, ছবিটি কেবল একটি জীবনী নয়- এটি নারীর সংগ্রাম, সাহস আর স্বপ্নের এক শক্তিশালী গল্প।
‘চাকদা এক্সপ্রেস’ মুক্তি পেলে এটি শুধু ঝুলন গোস্বামীর নয়, আনুশকা শর্মারও এক গৌরবময় প্রত্যাবর্তনের প্রতীক হয়ে উঠতে পারে। প্রায় সাত বছর পর বড় পর্দায় নায়িকা হিসেবে তাঁর ফেরা তাই দর্শকের জন্যও বড় প্রত্যাশার বিষয়। ক্রিকেট আর সিনেমার আবেগ একসঙ্গে মিলিয়ে এই ছবি হতে পারে এক অনন্য উৎসবের মুহূর্ত।
কেএন/টিকে