কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। আর সেই বাংলাদেশ হবে সাম্য, সহমর্মিতা ও সহযোগিতার।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
টুকু বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী এবং স্বজনরা হাসপাতালে ঠিকমতো চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগে দ্রুত হাসপাতালে চলে আসি।
তিনি বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। কারণ সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। আর সে লক্ষ্যে সাত দিনব্যাপী পরিচ্ছন্নতার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি শুধু একটি কর্মসূচি নয়, এটা নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহ্বায়ক মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটুসহ জেলা উপজেলার নেতারা।