টলিউডের জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী সোহিনী সরকার, যিনি তাঁর বলিষ্ঠ অভিনয় এবং গভীর জীবনদর্শনের জন্য পরিচিত, সম্প্রতি জীবনের এক শাশ্বত সত্য এবং একাকিত্ব নিয়ে মুখ খুললেন। তিনি জীবনের চরম সত্যকে মেনে নিয়েও, একাকীত্বের শূন্যতা পূরণে এক প্রকৃত বন্ধুর প্রয়োজনীয়তার কথা বলেছেন।
সোহিনী বলেন, "আমরা একা এসেছি, একা যাব। কিন্তু একা তো থাকতে পারবো না।"
জীবনের এই বাস্তবতায় দাঁড়িয়ে তিনি কেমন বন্ধু চান? সেই উত্তরেই লুকিয়ে আছে তাঁর জীবন দর্শন। অভিনেত্রী বলেন, "একটা সৎ বন্ধু দরকার। যে আমার সাদা কে সাদা, কালো কে কালো বলবে। কিন্তু ছেড়ে চলে যাবে না।"
এই উক্তির মাধ্যমে সোহিনী বোঝাতে চেয়েছেন যে, তিনি এমন কোনো বন্ধু চান না যিনি শুধু তোষামোদ করবেন। তিনি চান একজন 'সৎ' বন্ধু, যিনি আয়নার মতো তাঁর ভালো দিক (সাদা) এবং খারাপ দিক (কালো) দুটোই সাহসের সাথে তুলে ধরবেন, কিন্তু তা সত্ত্বেও বন্ধুত্বের হাতটি ছাড়বেন না। অভিনেত্রীর এই উপলব্ধি জীবনের এক গভীর এবং মানবিক দিককে তুলে ধরে।
আইকে/টিএ