পাকিস্তানের ইসলামাবাদে জেলা ও দায়রা আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।
মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার পর এই বিস্ফোরণ ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে। ইসলামাবাদ পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, আত্মঘাতী হামলাকারী আদালতে প্রবেশের চেষ্টা করেছিল। ব্যর্থ হয়ে আদালতের সামনে থাকা একটি পুলিশ গাড়ির পাশে বিস্ফোরণ ঘটায়। হামলার পরপরই ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সাংবাদিকদের জানান, হামলায় নিহত ও আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন।
নাকভি বলেন, হামলাকারী প্রায় ১২ মিনিট আদালতের বাইরে ঘোরাফেরা করেছিল। আমরা বিভিন্ন দিক থেকে তদন্ত করছি। খুব দ্রুত হামলাকারীর পরিচয় জানা যাবে। তিনি আরও বলেন, এটি সাধারণ কোনো হামলা নয়। রাজধানী ইসলামাবাদের হৃদয়ে এমন বিস্ফোরণ ঘটেছে। আমরা এর পেছনে কারা আছে তা খুঁজে বের করব। কেউ ছাড় পাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক সম্মেলনগুলোতে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, রেঞ্জার্স ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
দেশটির রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এসএস/এসএন