দীর্ঘদিনের আর্থিক সঙ্কটের মধ্যে থাকা বার্সেলোনা এবার আরও বড় আর্থিক হুমকির মুখে। ক্লাবের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক তিন খেলোয়াড়- উসমান দেম্বেলে, সার্জিও আগুয়েরো এবং বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় থমাস হেউর্টেল। তাদের দাবি, বকেয়া বেতন ও ক্ষতিপূরণ বাবদ বার্সেলোনার কাছে তাদের পাওনা ১৭ মিলিয়ন ডলারেরও বেশি।
মামলাকারীদের মধ্যে ২০২৩ সালে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়া উসমান দেম্বেলের দাবি বার্সেলোনা এখনও তাকে ১১ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেনি। মামলাটি ২০২৪ সালে দায়ের হয়েছে, শুনানি হবে ২০২৫ সালের ডিসেম্বর।
আগুয়েরোর অভিযোগ, ২০২১ সালে হৃদরোগজনিত কারণে অবসরের পর ক্লাব তাকে প্রথম বছরের বেতনের ৩ মিলিয়ন ডলারেরও বেশি পরিশোধ করেনি। বার্সেলোনা বীমা কভারের কথা বললেও আগুয়েরো কোনো অর্থ পাননি বলে দাবি করেছেন।
অন্যদিকে, ক্লাবটির বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় থমাস হেউর্টেল মৌখিক প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ক্লাবটির কাছে ১.৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, বার্সেলোনার বর্তমান দেনা ১.১ বিলিয়ন ডলারেরও বেশি। এর মধ্যেই যদি ক্লাব এই মামলাগুলোতে হেরে যায়, তবে নড়বড়ে আর্থিক অবস্থাকে সামলাতে তাৎক্ষণিক বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে, যা ক্লাবের স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে ফেলবে। লাপোর্তা এমন পরিস্থিতিকে স্বাভাবিক বললেও, ক্লাবটিকে কঠিন সময় পার করতে হবে বলে মনে করা হচ্ছে।
টিএম/এসএন