অসাধারণ রোমাঞ্চে ভরা এক ম্যাচে শেষ পর্যন্ত জয় পেল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে ৬ রানের ব্যবধানে পরাজিত করে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
ব্যাট হাতে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং শেষে মাহিশ থিকশানার দুর্দান্ত প্রতিরোধের মুখেও শেষ রক্ষা হয়নি শ্রীলঙ্কার। পাকিস্তানের দেওয়া ৩০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সালমান আঘার দুর্দান্ত সেঞ্চুরিতে (১০৫ অপরাজিত) এবং হুসাইন তালাতের ৬২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রানের পুঁজি গড়ে পাকিস্তান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসারাঙ্গা (৫৪ রানে)।
৩০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। দুই ওপেনার কামিল মিশারা (৩৮) এবং পাথুম নিসাঙ্কা (২৯) ভালো শুরু করলেও টপ অর্ডারের অন্য ব্যাটাররা ক্রিজে স্থায়ী হতে পারেননি। একপর্যায়ে ২১০ রানে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ম্যাচ থেকে একপ্রকার ছিটকে গিয়েছিল।
এই অবস্থায় ত্রাতা হিসেবে আবির্ভূত হন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি দুশমন্থ চামিরা ও থিকশানাকে নিয়ে একাই লড়াই করেন এবং দলের জয়কে হাতের নাগালে নিয়ে আসেন। ৫২ বলে ৭ চারে ৫৯ রান করে তিনি ৯ বলে ২১ রানের প্রয়োজন থাকা অবস্থায় নাসিম শাহর শিকার হন।
শেষ ওভারে মাহিশ থিকশানা পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে নাটকীয়তা বাড়িয়ে দেন, কিন্তু শেষ দুই বলে ৯ রান নিতে ব্যর্থ হন। শেষ বলে তিনি ২ রান নেওয়ায় শ্রীলঙ্কার ইনিংস ২৯৩ রানে শেষ হয়।
পাকিস্তানের জয়ে প্রধান ভূমিকা রাখেন পেসার হারিস রউফ, যিনি ৬১ রান খরচায় একাই ৪টি উইকেট শিকার করেন। এছাড়া নাসিম শাহ এবং ফাহিম আশরাফ প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একই মাঠে আগামী ১৩ নভেম্বর মুখোমুখি হবে দুদল।
এমআর/টিএ