রাস্তা আটকেছে বলে পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে, পা ধরে সালাম করছে বলে সার্জেন্টকে বরখাস্ত করা হচ্ছে, এগুলো কি খুব বড় একটা অপরাধ? সরকারের প্রশাসনের ভেতর থেকে আওয়ামী দোসরদেরকে প্রশ্রয় দেয়া হচ্ছে। বিএনপি'র গন্ধ পেলে তাকে আঘাত করছে সরকার- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে ছাত্রদলের আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় রিজভী বলেন, ডক্টর ইউনূসকে বার বার বলেছি, দোসর যারা আছে তাদের বিষয়ে সতর্ক থাকুন। আন্ডারগ্রাউন্ডে বসে ১৩ তারিখে দেশে কিছু একটা ঘটাবে, এই সাহস কোত্থেকে পাচ্ছে? সরকার আরও সজাগ ও তৎপর হলে এই নাশকতার সুযোগ তারা পেতো না।
তিনি আরও বলেন, ৭২ এরপর আত্মপরিচয়ের সংকট তৈরি করেছিলো শেখ মুজিব। বাংলাদেশি জাতিয়তাবাদ প্রতিষ্ঠা করে এই সংকটের নিরসন করেছে জিয়াউর রহমান। এদিকে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কেউ কেউ বলছে ২০২৯ সালে নির্বাচন হবে। এ ধরনের বক্তব্য ফ্যসিবাদী কণ্ঠস্বর বলেও অভিহিত করেন তিনি।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের শিক্ষকবৃন্দ, বিএনপি নেতা এবং ছাত্রনেতারা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখেন।
টিজে/টিএ