চলতি বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন শাদাব খান। সেই সিরিজের পর থেকেই মাঠের বাইরে আছেন তারকা অলরাউন্ডার। কয়েক মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষে কাঁধের চোট কাটিয়ে ফিরতে যাচ্ছেন শাদাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই পাকিস্তান দলে ফিরবেন তিনি। এমনটাই জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৫৫ রান করেছিলেন শাদাব। যেখানে একটি ম্যাচে খেলেছিলেন ৪৮ রানের ইনিংস। এ ছাড়া বোলিংয়ে নিয়েছেন ৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি। বাংলাদেশের বিপক্ষে খেলার পর দীর্ঘদিন ধরে ভুগতে থাকা কাঁধের চোট থেকে সেরে উঠতে যুক্তরাজ্যে অস্ত্রোপচার করান শাদাব।
কাঁধের চোটের কারণে স্বাভাবিকভাবেই লম্বা সময় বাইরে থাকতে হয়েছে তাকে। ওই সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফর, বাংলাদেশ সফর, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ এবং সবশেষ সাউথ আফ্রিকা সিরিজও মিস করেছেন তিনি।
এমনকি চলতি মাসেই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও দলেও নেই শাদাব। যদিও জাতীয় দলে ফেরার খুব কাছাকাছি আছেন ডানহাতি এই লেগ স্পিনার। পুনর্বাসন প্রক্রিয়া শেষে ১০ নভেম্বর এলসিসিসিএ গ্রাউন্ডে ম্যাচ খেলেছেন তিনি। যেখানে পুরোদমে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করেছেন শাদাব।
জানা গেছে, পাকিস্তান তারকার ফিটনেস নিয়ে মেডিকেল বিভাগ, প্রধান কোচ মাইক হেসন ও নির্বাচক প্যানেল বেশ সন্তুষ্ট। বিশ্বকাপ দিয়ে তাকে ফেরানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। শাদাবের মতো চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে আলী রাজাকে। একই ম্যাচে তরুণ এই পেসারকেও পুরনো ছন্দে বোলিং করতে দেখা গেছে।
এমআর/টিএ